নিজস্ব প্রতিনিধি, নববারাকপুর : রাখি বন্ধন সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে সুদূঢ় করে। বৃহস্পতিবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ বারাকপুর থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে রেললাইন ধারে প্রান্তিক খুদেদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে মৈত্রী ও একতার বার্তা দিল পুলিশ আধিকারিক রা।পুলিশ সমাজের বন্ধু।ভাই বোনের সুরক্ষা একে অন্যের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে থাকে। ঠিক তেমনই পুলিশ মানুষের সেবায় সবসময়ই পাশে রয়েছে। মৈত্রীর রাখি বন্ধনের মধ্যে দিয়ে একতার বার্তা দিল নিউ বারাকপুর থানার পুলিশ।পাশাপাশি থানার লেডি পুলিশ অন্যান্য সাব ইন্সপেক্টর সহকারী পুলিশ ভাই দের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধনে অটুট রাখলেন এদিন।থানার সাব ইন্সপেক্টর সমীরণ দাস জানান রাখি বন্ধন সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে সুদূঢ় করে।ভাই বোনেদের মধ্যে একতা মৈত্রী সুসম্পর্ক গড়ে তোলা হয়। ঠিক তেমনই পুলিশ সমাজের বন্ধু।সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে থাকে তাদের সুরক্ষায় সেবায়। রেললাইন ধারে ছোট বাচ্চাদের একে অপরের হাতে রাখি পরিয়ে তাদের পাশে দাঁড়িয়ে মৈত্রী ও একতার বার্তা দেওয়া হল নিউ বারাকপুর থানার সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে। আমরা খুশি ও গর্বিত ছোট ছেলে মেয়েদের মুখে একটু হাসি ফোঁটাতে পেরে।তাদের হাতে কিছু লজেন্স বিস্কিট প্যাকেট তুলে দেওয়া হয় এদিন