নিজস্ব প্রতিনিধি, কলকাতা : স্কেটিং করে বল নিয়ে গোল করা। ফুটবল এবং বাস্কেটবল মিশ্রনে স্কেটিং করে গোল করতে হবে। নাম রোল বল।পশ্চিমবঙ্গ সর্বপ্রথম জমজমাট পূর্ণ সেকেন্ড ইস্ট জোন রোল বল প্রতিযোগিতা। রোল বল যা পুনেতে প্রথম উৎপত্তি হয়েছিল ২০০৩ সালে সেই থেকে আজ অব্দি সারা দেশ নয় বিদেশেও ছড়িয়ে রয়েছে এই রোল বল। স্কেটিং এবং বাস্কেটবল বা ফুটবলের সংমিশ্রণেই তৈরি এই রোল বল। পশ্চিমবঙ্গ রোল বল স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রথম এই রোল বল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোদপুর গুরু নানক ডেন্টাল কলেজের মাঠে।শনিবার এবং রবিবার দুইদিনব্যাপী এই রোল বলে ১১ বছর বয়সি ছেলে মেয়েরা উড়িষ্যা আসাম ছত্রিশগড় ঝাড়খণ্ড সহ বাংলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। প্রতিযোগীদের দক্ষতা এবং ব্যালেন্স চোখ ধাঁধানোর মতন। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার শেষ দিনে মাঠে প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খেলাপ্রেমী দর্শক। অন্যদিকে বাংলার কোচ এবং স্কেটিংয়ে রেকর্ড করা প্রশিক্ষক দীপঙ্কর দে জানান বাংলা সব দিক থেকে এগিয়ে থাকে ছেলেমেয়েদের পারফরমেন্স খুব ভালো। অন্যান্য রাজ্যে ৩৮ টা দেশে এই জনপ্রিয় রোল বল ফুটবল খেলার যথেষ্ট প্রচলন রয়েছে ঠিকই। বাংলার সোদপুর গুরু নানক ডেন্টাল কলেজের মাঠে প্রথম এই অভিনব স্কেটিং করে ফুটবল প্রতিযোগিতা যথেষ্ট ভালো সাড়া ফেলেছে দুদিন ধরে। চাইব আগামী দিনে স্কেটিং রোল বল এগিয়ে নিয়ে যেতে। বাংলা থেকে আরো ভালো খেলোয়াড় উঠে আসবে।প্রতি দলে ছয় জন করে খেলে রোল বল ফুটবলে।শনি এবং রবিবার সোদপুর গুরু নানক ডেন্টাল কলেজের মাঠে রোল বল ফুটবল প্রতিযোগিতা ঘিরে কচিকাচা দের উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এদিন।