নিজস্ব প্রতিনিধি, নববারাকপুর : বুধবার সকালে নিউ বারাকপুর পুরসভার ৫৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হল পুরসভা প্রাঙ্গণে। পুরসভার পতাকা উত্তোলন করে তার স্রষ্টা কর্মবীর হরিপদ বিশ্বাসের মূর্তি তে মাল্যদান করে শ্রদ্ধা জানান পুরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস। এরপর উপস্থিত অন্যান্য পুর প্রতিনিধি ও পুর আধিকারিক কর্মচারীরা হরিপদ বিশ্বাসের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্বার্ঘ জানান।উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস বলেন আজ গর্বের এবং আনন্দের দিন। পুরসভার ৫৯ তম প্রতিষ্ঠা দিবস। ১৯৬৫ সনের ১৬ আগস্ট পুরসভা প্রতিষ্ঠা করেছেন কর্মবীর রূপকার হরিপদ বিশ্বাস।জনপদ উদ্বাস্তু কলোনী আজ আধুনিক শহরে পরিনত। হরিপদ বিশ্বাস শহরে রাস্তাঘাট বিভিন্ন স্কুল কলেজ ক্লাব সংগঠন সহ বাজার রেল স্টেশন অনেক কিছু করেছেন। তার অবদান অনস্বীকার্য।তার দেখানো পথে শহরের সার্বিক উন্নয়নের জোয়ার চলছে। মডেল পুরসভার দৃষ্টান্ত স্থাপন করেছে। পুরসভার পুন্য জন্মদিনে স্রষ্টা কর্মবীরকে শতকোটি প্রণাম ও শ্রদ্ধার্ঘ্য জানাতে পেরে নিজেরা গৌরবান্বিত হলাম।স্রষ্টা কে স্মরণ করে সুনিল গঙ্গোপাধ্যায়ের কবিতা সেই সব স্বপ্ন আবৃত্তি করেন পুর প্রতিনিধি শিক্ষিকা শোভা রায় ।উপস্থিত সকল পুর প্রতিনিধি ও পুর আধিকারিক সহ কর্মচারীরা পরিবেশন করলেন সমবেত রবীন্দ্র সংগীত আগুনের পরশমনি ছোঁয়া ও প্রাণে… এজীবন পূন্য কর। উপস্থিত ছিলেন পুরসভার পুর প্রতিনিধি নীতা দে, কৃষ্ণা বোস, আরতি দাস মল্লিক, বেবী চক্রবর্তী, পূজা গুপ্তা, পুরসভার হেডক্লার্ক সজল নন্দী মজুমদার,শিক্ষক অম্লান দাশগুপ্ত সহ পুর কর্মচারীরা।