İstanbul escort bayan Adana Escort bayan

26.7 C
Kolkata
Sunday, January 19, 2025
বিশ্ব বাংলা নিউজদেশনতুনত্বের আঙিনায় বইমেলা

নতুনত্বের আঙিনায় বইমেলা

অর্পিতা সিনহা, হায়দ্রাবাদঃ হায়দ্রাবাদে ১১থেকে ২০শে আগষ্ট অনুষ্ঠিত হয় একটি বিশেষ ধরনের বইমেলা। এই মেলায় পাঠকদের দেওয়া হয় সুবর্ণ সুযোগ।যেখানে তারা তাদের পছন্দমত কম মূল্যে সমস্ত বই একসাথে কিনতে পারে যার নাম লক -দ‍্য -বক্স সেল। প্রায় এক মিলিয়নের বেশি বই পাওয়া যায় এই বইমেলায়।ছোটদের বইয়ের সাথে সাথে প্রকৃত তথ্যভিত্তিক বই, কল্প কাহিনী, বিজ্ঞান বিষয়ক বই,স্বাস্থ্য বিষয়ক বই, খেলাধুলা সংক্রান্ত বই, ঐতিহাসিক বই ইত্যাদি নানান ধরনের বই এখানে পাওয়া যায়। এই বইমেলার উল্লেখযোগ্য দিক হল এখানে তিনটি বাক্স করে বই বিক্রি হয়।
ছোট বাক্স – এই বাক্সে বইয়ের সাইজ অনুসারে প্রায় ৮ থেকে ১০ টা বই থাকে। এই বাক্সের দাম ১১৯৯ টাকা।
মাঝারি বাক্স :- এটি দ্বিতীয় বাক্স। আগের বাক্সের তুলনায় বড় এখানে প্রায় ১৫ থেকে ১৭ টি বই বহন করা যাবে আকার অনুসারে যার দাম ১৭৯৯ টাকা এবং এই বাক্সটা খুবই বিজ্ঞতার সাথে সাজানো থাকে।
বড় বাক্স:- এটা সবচেয়ে বড় বাক্স যার দাম ২৯৯৯ টাকা এখানে প্রায় ২৮ থেকে ৩০ টা বই ছোট বড় আকার অনুসারে থাকে।
যতক্ষণ না বাক্স পূরণ হয় ততক্ষণ পযর্ন্ত বই ভর্তি করা হয়।তারপর বাক্সটি সিল করে পাঠকদের কাছে দেওয়া হয় যাতে বই তাকের স্বপ্ন পূরণ করা সম্ভব হয়।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles