অভিজিৎ হাজরা, হাওড়া :- আগষ্ট মাস স্বাধীনতার মাস।গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভার আমতার সিরাজ বাটি চক্রের অন্তর্গত আওড়গাছি প্রাথমিক বিদ্যালয় স্বাধীনতা মাসে শ্রদ্ধা নিবেদন করল আমতা এবং বাগনান এলাকার স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে। প্রয়াত স্বাধীনতা সংগ্রামী দের প্রতিকৃতি সজ্জিত করে পুষ্পস্তবক অর্পণ করল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং গ্রামবাসীরা। স্থানীয় স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে আলোচনা করলেন প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত, সহ শিক্ষক সৌমেন মন্ডল। প্রদীপবাবু জানালেন – ছাত্র ছাত্রীদের স্থানীয় স্বাধীনতা সংগ্রামীদের সম্বন্ধে ওয়াকিবহাল করা ও তাদের মধ্যে দেশপ্রেমের সঞ্চার করাই এর উদ্দেশ্য। এছাড়াও বিদ্যালয় আয়োজন করেছিল বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজ। সহযোগিতার হাত বাড়িয়ে দেন ব্রিং স্মাইল ফাউন্ডেশন।