নিজস্ব প্রিতিনিধি, বরাহনগর :৭৭ তম স্বাধীনতা দিবস এবং রামকৃষ্ণ পরমহংসদেবের ১৩৭ তম প্রয়াণ দিবস উপলক্ষে বরাহ নগরে আয়োজিত হলো সংহতি উৎসব। চণ্ডীচরণ ব্যানার্জি লেন পল্লীবাসী অধিবাসীবৃন্দ উদ্যোগে আয়োজিত হলো সংহতি উৎসব। তুচ্ছ নয় রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ, স্বপ্ন গুলি হল বাস্তবতা চারা গাছ এই স্লোগান কে পাথেয় করে ই সামাজিক উদ্যোগে ব্রতী হয়েছে এই ক্লাব সংগঠন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য জগতের বিশিষ্ট অভিনেতা এবং বিশিষ্ট নাট্যকার সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, এবং অভিনেতা সৌরভ। রক্তদান বৃক্ষরোপণ গুণীজনদের সংবর্ধনা সমাজে পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানো ইত্যাদি কাজের মধ্যে দিয়ে এই সংহতি উৎসব উদযাপন হয়। এই সম্প্রীতির উৎসবে উপস্থিত হয়ে অভিনেতা সুরজিৎ ও সৌরভ জানান।