নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ।আর মাত্র বাকি ৬৫ দিন।বিভিন্ন ক্লাব সংগঠন গুলি ব্যস্ত খুঁটিপুজোয়।উত্তর শহরতলির পাশাপাশি নববারাকপুরেও দুর্গাপুজোয় টেক্কা দেবে বেশ কিছু বিগ বাজেটের থিমের দুর্গাপুজো।অভিনবত্বের ছোঁয়ায় এবার ও জনজোয়ার ঢল নামবে নববারাকপুরে ঐতিহ্যবাহী বিদ্রোহী স্পোর্টিং ক্লাব। ৩২ তম বর্ষের দুর্গাপুজোর খুঁটিপুজো উদ্বোধন হল সোমবার দুপুরে। পুরসভার ১৩নং ওয়ার্ডে শিশু উদ্যান প্রাঙ্গণে পুরোহিত মন্ত্র উচ্চারণে ঘন্টা বাজিয়ে পুজো দিয়ে ঢাক কাশী বাদ্যি সহকারে খুঁটিপুজোর আনুষ্ঠানিক সূচনা করলেন সংঘের কর্ণধার সমাজসেবী অসীম দাস। উপস্থিত ছিলেন পুরসভার ১৩নং ওয়ার্ডের পুর প্রতিনিধি তথা পুজো কমিটির সম্পাদক নীতা দে সহ পুজো কমিটির সভাপতি, সহ সভাপতি রা।পুজো কমিটির সম্পাদক নীতা দে জানান নববারাকপুরে বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের এবারে ৩২ তম দুর্গাপুজোর পাঁচ দিন মানুষের ঢল নামবে। খুঁটিপুজোর মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ে গেল। মন্ডপে এবং প্রতিমায় থিমের অভিনবত্বের দর্শনার্থীদের উপচে পড়বে।খুঁটিপুজো উদ্বোধন শেষে নববারাকপুরের রূপকার কর্মবীর হরিপদ বিশ্বাসের মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুজো কমিটির সম্পাদক, সভাপতি, সহ সভাপতি সহ বিশিষ্ট জনেরা ।