প্রদীপ মজুমদার, নদীয়া: নদীয়া জেলা পরিষদের সভাধিপতি হিসেবে নির্বাচিত হলেন তারান্নুম সুলতানা মীর। বিগত ১০ বছর ধরে তিনি নদীয়া জেলা পরিষদের কর্মধ্যক্ষ পদ সামলেছিলেন। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে নদীয়ার কালিগঞ্জ থেকে জয়ী হবার পর এবারে নদীয়া জেলা পরিষদের সবাধিপতি পদে আসীন হলেন তিনি। স্বাধীনতার পর এই প্রথম নদীয়া জেলা পরিষদের সভাধিপতির চেয়ারে বসলেন সংখ্যালঘু মহিলা। এদিন শপথ নেওয়ার পরে সমগ্র জেলা থেকে অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকরা এসেছিল তাকে অভ্যর্থনা জানাতে। সাধারণ মানুষের আবেগ এবং উদ্দীপনার জোয়ারে ভাসলেন নবনির্বাচিত জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর।