নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প সারা বিশ্ব বন্দিত। অর্থনৈতিকভাবে পিছয়ে পড়া মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গোটা বাংলার লাখ লাখ মেয়েরা এই প্রকল্পের সুযোগ পান। সারা রাজ্যে ১৪ অগাস্ট কন্যাশ্রী দিবস হিসেবে পালিত হয়৷ ২০১৩ সালে শুরু হয় এই প্রকল্প, সরকারি হিসেব বলছে এখনও পর্যন্ত প্রায় ৮০ লাখ মেয়ে এই প্রকল্পের অধীনে সুবিধা পেয়েছে।সোমবার সকালে দশম কন্যাশ্রী দিবস অভূতপূর্ব সাফল্য উপলক্ষে নিউ বারাকপুর কলোনী উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে একশ জন পড়ুয়ারা প্লাকার্ড নিয়ে সচেতনতা মূলক এক সাইকেল র্যালী করে। পাশাপাশি বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীর পড়ুয়ারা বসে আঁকো এবং তাৎক্ষণিক প্রতিযোগিতা সহ নানা বিধ সচেতনতা মূলক কর্মসূচি পালন করে এদিন।মেয়েরা ভীষণ উদ্দীপনার সাথে দিনটি পালন করে। জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস। বলেন কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেয়ে মেয়েরা ভীষন উপকৃত।এটা দরকার ছিল।