মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া:কন্যাশ্রী দিবসে কন্যাশ্রীদের ডাকে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে এলেন এলাকার মানুষ। সোমবার ইন্দাসের রাজখামার হাই স্কুলের কন্যাশ্রীদের উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে ২৫ জন মহিলা সহ ১০০ জন রক্তদান করেন।গত এক মাস ধরে ওই এলাকার গ্রাম গুলিতে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারাবাহিক প্রচার চালিয়েছিলেন রাজখামার হাই স্কুলের কন্যাশ্রীরা। আর এবার সম্ভবত রাজ্যে প্রথম কন্যাশ্রীরা রক্তদান শিবিরের আয়োজন করে নজীর সৃষ্টির ঘটনাও ঘটলো বলে অনেকে জানিয়েছেন।