30 C
Kolkata
Tuesday, February 18, 2025
বিশ্ব বাংলা নিউজজেলাপঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘাত

পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘাত

মোহাম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া: বৃহস্পতিবার পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে পুরনন্দরপুরে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘাতের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির অভিযোগ গত কাল পুলিশের সামনেই বিজেপির নেতা,কার্যকর্তা ও কর্মী,সমর্থকদের ওপর বেপরোয়া হামলা চালায় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী। এবং এই হামলায় বিজেপির ১৫ জন আহত হয়। হামলাকারিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলেও তাদের গ্রেপ্তার করেনি পুলিশ। তাই পুলিশের ভুমিকার প্রতিবাদে এবং হামলাকারিদের গ্রেপ্তারের দাবিতে বাঁকুড়া – রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়কের বাঁকুড়া বিশ্ববিদ্যালয় মোড়ের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি।এবং পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।
বোর্ড গঠনের সময় বিজেপির ওপর হামলার অভিযোগ, অভিযুক্ত তৃণমূলীদের গ্রেপ্তারের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করব বিক্ষোভ বিজেপির।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles