মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: ছাতনার মেট্যালা পঞ্চায়েত দখল করল সিপিএম। শুক্রবার নির্দল প্রার্থীর সমর্থনে সেখানে সিপিএম বোর্ড গঠন করেছে। জানা গিয়েছে, মেট্যালা পঞ্চায়েতে মোট ১৪ টি আসন। তারমধ্যে সিপিএমের রয়েছে ছয়টি, তৃণমূলের পাঁচটি, বিজেপির দুটি ও নির্দল প্রর্থী রয়েছেন একজন। এদিন বোর্ড গঠনের বৈঠকে ভোটাভুটি হয়। তাতে সিপিএমের প্রস্তাবিত প্রধান ও উপপ্রধানরা জয়ী হয়েছেন। পঞ্চায়েতের বোর্ড গঠনের পর উচ্চাসে মাতেন সিপিএমের কর্মী সমর্থক ও প্রার্থীরা।