প্রদীপ মজুমদার, নদীয়া : সিপিএম বিজেপি ও তৃণমুল মিলে রুইপুকুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল পঞ্চায়েত প্রধান হলো তৃণমূলের জয়ী সদস্য। এমনই ঘটনা ঘটলো নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কৃষ্ণনগর এক নম্বর ব্লকের রুই পুকুর গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২২। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা ১৩ বিজেপির ৭ ও সিপিএমের ২ টি পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূলের এক সদস্য মারা যাওয়ায় তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় ১২। দল থেকে পঞ্চায়েত প্রধান হিসেবে ইনার আলী শেখের নাম প্রস্তাব দেওয়ায় তৃণমূলের দুই সদস্য দেখে বসেন এবং তারা তৃণমূল কে সমর্থন না করে বিরোধী জোটকে সমর্থন করে। তাই স্বাভাবিকভাবেই তৃণমূলের বিক্ষুব্ধকে পঞ্চায়েত প্রধান করে উপপ্রধান নির্বাচিত হয় বিজেপির। তাই স্বাভাবিকভাবেই একক সংখ্যাগরিষ্ঠ পেয়েও পঞ্চায়েত হাতছাড়া হলো তৃণমূল কংগ্রেসের।