মোহাম্মদ শাহজাহান আনসারী , বাঁকুড়া : মাচানতলা মুক্ত মঞ্চে আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ ও সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি বাঁকুড়া জেলা উদ্যেগে বিশ্ব আদিবাসী দিবসে অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের বাঁকুড়া জেলা সম্পাদক জানান
আপনারা জানেন যে ভারতবর্ষে যে একটা সরকার কেন্দ্রের মোদি সরকার আছেন উনি আদিবাসী দের বিভিন্ন আইন গুলো পাস করছেন সেটা সমস্ত কিছু আদিবাসী বিরোধী বিভিন্ন আইন পাস করছে আদিবাসী বিরোধী আজ বাঁকুড়া মাচানতলা আকাশ মুক্ত মঞ্চে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দেন।