নিজস্ব প্রতিনিধি, দেগঙ্গা: মমতা বন্দ্যোপাধ্যােয়ের বাংলার সার্বিক গ্রাম উন্নয়নকে সচল রাখতে আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে দেগঙ্গা ব্লক ১ তৃণমূল কংগ্রেসের মুখ্য কার্যালয়ে নুরনগর গ্রাম পঞ্চায়েতের জয়ী নির্দল থেকে বুথ নাম্বার ৮৯ মাজিদা খাতুন, ৯৩ মিতা ঘোষ, ৯৬ মোবারক হোসেন,দেগঙ্গা ব্লক ১ তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমানের (বিদেশ) হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে দলে যোগদান করলেন।