İstanbul escort bayan Adana Escort bayan

26.7 C
Kolkata
Sunday, January 19, 2025
বিশ্ব বাংলা নিউজকলকাতাতরুণ তুর্কি-দের পথ দেখাচ্ছেন ড্রিম অফ ফ্যাশন

তরুণ তুর্কি-দের পথ দেখাচ্ছেন ড্রিম অফ ফ্যাশন

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- কলকাতা মানে নতুন এক গন্ধ এবং সেই জুড়ে একটি স্বপ্ন। আর সেই স্বপ্ন-কে সত্যি করতেই যেন ছুটে চলেছে এক দল তরুণ তুর্কিরা। সম্প্রীতি কলকাতার বুকে সেটা সত্যি করার জন্য এগিয়ে এলো প্রখ্যাত ফটোগ্রাফার শ্রী সন্দীপ পাইনের ফটো ভিশন আর্ট ক্রিয়েশন এবং ড্রিম অফ ফ্যাশন-এর কর্ণধার শ্রী অরিন্দম ব্যানার্জি। এছাড়াও এই অভবনীয় অনুষ্ঠানে মডেলদের কস্টিউম উপস্থাপনা করেছেন শ্রীমতি রবিদু্‌্যতি সরকার। তাদেরই দৌলতে হয় গেলো একটি নতুন ধরনের ফ্যাশন ফটোশুট যার মূল বক্তব্য ছিল বাঙালি আনা এবং প্রাচ্যাত্য দেশের ফ্যাশনের মধ্যে একটি মেলবন্ধন। এই সুন্দর অনুষ্ঠানের জন্য অংশগ্রহণ করেছিলেন বহু মডেল ও মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্টদের মধ্যে নজর কারা কাজের মাধ্যমে তাক লাগিয়েছেন প্রিয়াঙ্কা পাল,অননু সারাফ,রোমিও বিশ্বাস , বিথীকা বনিক, জুলি বিশ্বাস ও পুষ্প মন্ডল। এছাড়াও আরো অনেকেই তাদের কাজকে দর্শকদের মধ্যে তুলে ধরেছেন। মডেলদের মধ্যে সাজ সোহ্যায় তাক লাগিয়েছেন প্রায় সবাই যাদের মধ্যে উপস্থিত ছিলেন রাই চক্রবর্তী, দেবশ্রী চৌধুরী,দেবশ্রী মন্ডল,পূজা পল,বিশুনু পানিকের, মৌপিয়া দত্ত এবং সুমনা দত্ত। এমন একটি ফ্যাশানশুটের মাধ্যমে আজকালকার প্রজন্মের নতুন চাহিদাকে তুলে ধরা এই অভাবনীয় জিনিসকে সাথে নিয়েই আগামী প্রজন্মের পথচলার শুরু হল। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রোমিও বিশ্বাস, মিতা ভট্টাচার্য, এবং সুতীর্থ চ্যাটার্জী যারা নতুন মডেলদের মধ্যে তাদের কিভাবে এগিয়ে যাওয়া উচিত এবং ভবিষ্যতের কি করে কাজ করবে তার সম্বন্ধে কিছু বক্তব্য রাখে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles