নিজস্ব প্রতিনিধি, রাজারহাটঃ রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন আজ। শরীরের জ্বর ও পেটের সমস্যা নিয়ে অ্যাপেলো হসপিটালে কিছুদিন যাবৎ ভর্তি ছিলেন তিনি। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। লালকুঠি পার্থ নগরী নেতাজি সংঘের সদস্য সদস্যা সহ সমস্ত রাজারহাট নিউটাউনের বাসিন্দারা আজ তাকে সাদর অভ্যর্থনা জানালেন। পাড়ার পুরুষ থেকে মহিলা সবাই শঙ্খ ,ফুল,উলুধ্বনি দিয়ে তাকে সাদর অভ্যর্থনা জানান। হাসপাতাল থেকে বাড়ি আসার সময় তাপস বাবুর সঙ্গে ছিলেন তার কন্যা তথা বিধাননগর পৌর নিগম মেয়র পরিষদ আরাত্রিকা ভট্টাচার্য, বিধাননগর পৌরনিগমের ২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা মেয়র পরিষদ রহিমা বিবি, ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল সহ প্রচুর দলীয় কর্মী ও বিশিষ্টজনেরা।
রাজারহাটের গরিব মানুষের ভগবান তাপস চ্যাটার্জি সুস্থ হয়ে বাড়ি ফেরায় এলাকাবাসীর আনন্দ ও উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো। তার দ্রুত আরোগ্য কামনায় সামিল হয়েছিলেন রাজারহাটের সমস্ত ধর্মের মানুষ। এমনকি দেখা গেছে বিভিন্ন ইস্কুলের ছাত্রছাত্রীরা ও তার দ্রুত আরোগ্য কামনায় সামিল হয়েছিলেন। আজ তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরায় রাজারহাটবাসী বেজায় খুশি।