İstanbul escort bayan Adana Escort bayan

21 C
Kolkata
Saturday, January 25, 2025
বিশ্ব বাংলা নিউজজেলাকাঁঠালিয়ায় যাওয়ার পথে শওকত মোল্লা,আরাবুল ইসলামদের আটকে দিল পুলিশ!রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে দুই তৃণমূল নেতার

কাঁঠালিয়ায় যাওয়ার পথে শওকত মোল্লা,আরাবুল ইসলামদের আটকে দিল পুলিশ!রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে দুই তৃণমূল নেতার

নিজস্ব প্রতিনিধি, ভাঙ্গড়: জারি ১৪৪ ধারা, দলীয় কর্মীর শেষকৃত্যে যাওয়ার সময় শওকত মোল্লা-আরাবুল ইসলামকে ঢুকতে বাধা পুলিশের!প্রতিবাদে রাস্তায় বসে ‘অবস্থান বিক্ষোভে’ দুই তৃণমূল নেতার।

শনিবার রাতের ভাঙড়ে ফের নতুন করে উত্তেজনা ছড়ায়।সূত্রের খবর,ভাঙড় ২ ব্লকের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁঠালিয়া এলাকার এক তৃণমূল কর্মী মৃত্যু হয় শনিবার।শেখ মোসলেম নামে ওই তৃণমূল কর্মী ভোট-সন্ত্রাসে জখম হয়েছিলেন।বাড়িতে তাঁর মৃতদেহ এসে পৌঁছেছে,এই খবর পেয়ে তাঁর বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন শওকত, আরাবুলরা। শবদেহবাহী গাড়ির পিছন পিছনই যাচ্ছিলেন শওকতরা।কিন্তু ১৪৪ ধারা জারি থাকায় মাঝপথেই তাঁদের বাধা দেয় পুলিশ। শবদেহবাহী গাড়িটি কাঁঠালিয়ার দিকে যেতে দেওয়া হলেও, পিছনেই থাকা শওকতদের গাড়িকে বাধা দেওয়া হয়।

এরপরই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। প্রতিবাদে গাড়ি থেকে নেমে রাস্তায় বসে পড়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।এবং অবিলম্বে নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ কর্মীদের গ্রেফতারের দাবি জানান তাঁরা।এখন এই ঘটনা কোন দিকে মোড় নেয়,সেটাই দেখার!

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles