মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: জেলা পরিষদের ৩০ নম্বর আসন থেকে পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিবাজী বন্দ্যোপাধ্যায়। তিনি বিগত পাঁচ বছর বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ ছিলেন। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে প্রায় পাঁচ হাজারের বেশি ভোটে জয় লাভ করেন তিনি। বাঁকুড়া স্কুলডাঙ্গায় বাঁকুড়া জেলা পরিষদের জয়ী প্রার্থী শিবাজি বন্দ্যোপাধ্যায় কে সাথে নিয়ে ফুলের তোড়া উত্তরীয় এবং আবির মাখিয়ে জয়ের উচ্ছ্বাস পালন করলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।