মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট বাঁকুড়া : ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে জেলা জুড়ে সবুজ ঝড় তারই আনন্দে মাতোয়ারা হল বাঁকুড়া শহর শ্রমিক সংগঠন আজ বাঁকুড়া মাচানতলা টেক্সি স্ট্যান্ডে শ্রমিক সংগঠনের সভাপতি শ্যামসুন্দর দত্ত তৃণমূল কর্মী সমর্থকদের নিয়েই পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করালেন এরই সাথী আবির মাখলেন এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধীদের কে কটাক্ষ করলেন যে লক্ষ্মীর ভান্ডার কে বিরোধীরা অপমান করেছিল আর সেই মা লক্ষ্মীর কৃপায় বাংলায় আবার জোড়া ফুল ফুটল