মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়াঃ গণতন্ত্রের মহোৎসবে সামিল হলেন না বাঁকুড়ার জামথোল গ্রামের বাসিন্দারা। বিধানসভা ভোটের মত আবারোও ভোট বয়কট করলেন জামথোল গ্রামের বাসিন্দারা। ভগ্নপ্রায় ব্রিজের সংস্কারের দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসীরা। জামথোল সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ নম্বর বুথ এবারও সুনসান। ভগ্ন প্রায় ব্রীজ দিয়ে গর্ভবতী মহিলা অথবা বৃদ্ধ মানুষ পারাপার করতে যথেষ্ট শারীরিক কষ্ট পোহাতে হয়। সূর্য ডুবলেই একেবারে কালো ঘুরঘুটে অন্ধকার ছড়িয়ে পড়ে ব্রিজকে কেন্দ্র করে। জরা জীর্ণ কঙ্কালসার ব্রিজ তাড়াহুড়ো করে পার করতে গেলেই ঘটে যেতে পারে বিপদ। কার্যত পাঁচ নম্বর বুথ এখন শুনশান।সাউন্ড চেক কর পঞ্চায়েতে তরফ থেকে নির্দল প্রার্থী অভিজিৎ মুরমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও, পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ নির্বাচন বয়কট করলেন গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীদের এখন একটাই কথা “ব্রিজ দেবে তো ভোট পাবে, ব্রীজ দাও ভোট নাও” অর্থাৎ কঙ্কালসার ভগ্নপ্রায় ব্রিজের পূর্ণ সংস্কার হলে তবেই আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য পাঁচ নম্বর বুথে দেখা যাবে জানথোল গ্রামবাসীদের।