মহম্মদ সাজাহান আনসারী,বাঁকুড়াঃ শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ভোট এবং বুথ জামের খবর করতে গিয়ে বাঁকুড়ায় বেলিয়াতোড়ে আক্রান্ত সংবাদ মাধ্যম প্রতিনিধি রা বেধক মারধর করা হয় বাঁকুড়ার সাংবাদিকদের বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত ভট্ট পাড়া গ্রামে আক্রান্ত সংবাদ মাধ্যম আক্রান্ত হোন বাঁকুড়া জেলার সাংবাদিক সূত্র মারফত খবর আসে কিছু সংখ্যক ফলস ভোটারদের লাইনে দাঁড় করিয়ে অবাধে ছাপ্পা চালাচ্ছিল শাসক দল তৃণমূল, বুথের মধ্যে ছিলনা কোন ভোট কর্মী এবং পুলিশ আর সেই খবর সংগ্রহ করতে গিয়ে বাঁকুড়া জেলার চার সাংবাদিকে কে ঘিরে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা পাশাপাশি তাদের গাড়ি ভাঙচুরসহ ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তৃণমূলীরা।
এটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভরের পাওনা তাহলে কি ফের সন্ত্রাস করে ক্ষমতা দখলের লড়াই শাসকের এ কেমন গণতন্ত্র যেখানে সংবাদমাধ্যম সুরক্ষিত নন।