মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়াঃ কাঁচা রাস্তা মেরামত না হওয়ায় – পঞ্চায়েত “ভোট ” বয়কট ও বিক্ষোভ গ্রামবাসীদের। গত ৪৫ বছর ধরে গ্রামের একমাত্র রাস্তায় সমস্যার সমাধান না হওয়ায় দর্প-নারায়ণপুরে ভোট “বয়কট ” গ্রামবাসীদের।
গত ৪৫ বছর ধরে গ্রামের একমাত্র রাস্তায় সমস্যার সমাধান না হওয়ায় দর্প-নারায়ণপুরে ভোট “বয়কট ” গ্রামবাসীদের।
মেইন রাস্তার উপরে বাঁশ দিয়ে ঘিরে তাঁতে টাঙ্গানো হলো ভোট বয়কটের পোস্টার ,
গ্রামের মানুষজন দের অভিযোগ, রাজনৈতিক দলগুলি গ্রামবাংলার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা খরচ করে প্রচার করেছে । কিন্তু ভোট আসে আর ভোট যায় , গ্রামের বেহাল পরিস্থিতির সমাধান করেনি কেও।
এই দর্প-নারায়ণ-পুর গ্রামে ৮০ টিরও বেশি পরিবারের বসবাস , গ্রামে প্রাইমারী স্কুল থাকলেও পঞ্চম শ্রেণী থেকে অনেকটা দূরে স্কুলে লেখাপড়া করতে যেতে হয় # গ্রামবাসীদের অভিযোগ, এই গ্রামের রাস্তাটি কাঁচা , বৃষ্টি হলেই জমা জল থেকে ছোট-বড়ো গর্তের পাশাপাশি কাদা হয়ে যাচ্ছে , যার জেরে যখন তখন ঘটতে পারে বড়ো সর দুর্ঘটনা সে দায়- নেবে- কে???