মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়াঃ এবার পুলিশের সামনে থেকেই ব্যালট বক্স ছিনতাই অভিযোগ। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বড় লালপুর গ্রামের ঘটনা। স্থানীয় সুত্রে খবর এই গ্রামে সাত সকাল থেকে চলছিল শান্তিপূর্ণভাবেই ভোট পর্ব। কিন্তু দুপুর গড়াতেই ঘটে বিপত্তি। গ্রামবাসীদের অভিযোগ ছাপ্পা দেওয়ার উদ্দেশ্যে ভোট কেন্দ্রের সামনে জড়ো হয় তৃণমূল। আর তাতে বাধা দেওয়ার চেষ্টা করে বিজেপি বলে দাবি গ্রামবাসীদের। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অস্ত্র সস্ত্র নিয়ে ভোট কেন্দ্রে ঢুকে সাধারণ ভোটার ও গ্রামবাসীদের উপর হামলা চালায়। আর তাতে জখম হয় ভোট দাতাদের বেশ কয়েকজন। পুলিশ ছিল তবে শুধু নীরব দর্শকের ভূমিকায়। কেন্দ্রীয় বাহিনীরও দেখা মেলেনি ভোটকেন্দ্রে। এক গ্রামবাসীর বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। তবে কোন দলের দুষ্কৃতীরা দ্বারা এই কাজ তা জানতে পারেনি গ্রামবাসীরা।
প্রায় ২ ঘন্টা পর ভোটকেন্দ্রের ঢিল ছোড়া দূরত্বের মধ্যে বাসের স্তুপের নীচ থেকে উদ্ধার হয় একটি ব্যালট বাক্স। বাকি দুটি ব্যালট বাক্স র খোঁজ চালাচ্ছে পুলিশ। দীর্ঘক্ষণ পর শুরু হয় পুনরায় চালু হয় ভোটদান প্রক্রিয়া