প্রদীপ মজুমদার,নদীয়াঃ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিএমের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে প্রার্থী সহ তার স্বামী এবং মোট তিন জনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নদীয়ার চাপড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালতলা পাড়া এলাকায়। গুরুতর আহত অবস্থায় সিপিএম প্রার্থী শাবানা বিশ্বাস, তার স্বামী আরিফ বিশ্বাস ,মা সহজান বিশ্বাস কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। সহজান বিশ্বাসে এবং তার স্বামী নিয়ত আলী বিশ্বাসের অভিযোগ,’তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে তাদের মেয়ে শাবানা বিশ্বাস সিপিএম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে। তৃণমূল প্রার্থী হেরে যাওয়ার ভয়ে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মোটরবাইক চালিয়ে এসে তাদের বাড়িতে হানা দেয়। কেন তাদের মেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে, সেই প্রশ্ন তুলে তাদের মেয়ে এবং জামাই সহ মোট তিনজনকে বেধড়ক মারধর করে। এবং মনোনয়নপত্র প্রত্যাহার করার হুমকি দেয়। ওই ঘটনার জেরে তারা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন। তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসলে তৃণমূল কংগ্রেস প্রার্থী হেরে যাওয়ার ভয়েই তাদের মেয়ের মনোনয়নপত্র দাখিল করার জন্য তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং মারধর করা হয়েছে।’