ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- সমাজের নবাগত মডেল নিয়ে এগিয়ে চলার লক্ষে অনুষ্ঠিত হয় গেলো এমনি এক ফ্যাশন শো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৫ জন মডেল ও তিন জন ডিজাইনার। ডিজাইনারদের মধ্যে উপস্থিত ছিলেন কুনাল বসু রায়, নিশা ফ্যাশন ও অঙ্কিত বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজের সংগীত শিল্পী থেকে সিনে জগতের শিল্পীরা। পন্ডিত মোল্লার ঘোষ, মল্লিকা ঘোষ,জয় গাঙ্গুলী ছাড়াও সমাজের রুমা মেক ওভার এর কর্ণধার রুমা ধর অধিকারী বিচারকের আসন অলংকিত করেন। এছাড়াও সমাজের বিশিষ্ট মানুষ এর উপস্থিতি ছিলো আজ মনোতোষ বেরা (সমাজ সেবি), অনুপ কুমার বর্ধন (সম্পাধক ) রিপোর্টর ফটো গ্রাফার সংগঠন, রিচা ফাউন্ডেশন , রানী (মিরার ক্লাব কর্ণধার)। এছাড়ো সমাজের নবাগত শিল্পী দের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। জয়ন্ত দাস ও গৌতম কুমার সিনহা অংশগ্রহণ করেন। এখানে ডিজাইনার-রা যে শুধু তাদের নিজেদের অলঙ্কৃত পোশাক দেখালেন তাই নয়, এই পোশাক পরে হাঁটলেন মডেলরা এবং তাদের মধ্যেও হয় গেলো এক ঠান্ডা লড়াই। যে সমস্ত মডেলরা র্যামপ-শো তে হাঁটলেন তাদের মধ্যে নজর করেছেন বেশ কিছু মডেল। যাদের মধ্যে ছিলেন ইশিতা মন্ডল ও পৃথা মন্ডল যাদের সাজিয়ে অলংকিত করেছিলেন মহানন্দ মাঝি। এছাড়াও আফরিন এর প্রথম বার মডেল হিসেবে স্টেজে পারফরম্যান্স ছিল সত্যি নজর করার মত। এই অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন এশা লালবেগি ও নেহা ব্যানার্জী। অনুষ্ঠানের শেষে তারাও দর্শকদের অনুরোধে হাঁটলেন রেম্পে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিচারক মন্ডলীর বিচার অনুসারে যথারীতি শ্রেষ্ঠত্বের শিরোপা পেলেন বিপাশা দাস এবং দ্বিতীয় হলেন রঞ্জনা গুপ্ত। মেকআপ আর্টিস্টদের মধ্যে সেরা হলেন অঙ্কিতা বিশ্বাস যিনি তার জীবনের প্রথম পুরস্কারটি পেলেন এই মঞ্চে।