প্রদীপ মজুমদার, নদীয়াঃ শ্বাসকষ্ট জড়িত এক রোগীর মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বুধবার বিকালে নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভাঙচুর চালালেন মৃতের বাড়ির লোকজন। আশারানী দাস নামে 58 বছর বয়সী ওই মহিলা কে তার বাড়ির লোকজন শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেছিলেন। কিন্তু বেশ কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর কর্তব্যরত চিকিৎসক ওই রোগীকে ছুটি দিয়ে দেন। কিন্তু ছুটি দেওয়ার পর হাসপাতাল চত্বরেই ওই রোগীর অবস্থার অবনতি হয়। এবং শেষ পর্যন্ত মৃত্যু হয়। সেই খবর জানাজানি হতেই চিকিৎসার গাফিলতি অভিযোগ তুলে রোগীর বাড়ির লোকজন হাসপাতালের মহিলা ওয়ার্ডে ব্যাপকভাবে ভাঙচুর চালান। তাদের অভিযোগ, প্রথম থেকেই ওই রোগী নাকি চিকিৎসা পরিষেবা ঠিকমতো দেওয়া হয়নি। চিকিৎসা পরিষেবা ঠিকমতো দেওয়া হলে হয়তো ওই রোগিনী বেঁচে যেত। যদিও চিকিৎসার গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসক।