প্রদীপ মজুমদার, নদীয়াঃ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করে জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী বলে জানালেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি কল্লোল খা। বৃহস্পতিবার তিনি এও জানালেন,’বিরোধীরা শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিল করে মানুষের রায় নিতে বের হোক, এটাই আমরা চাই। কারণ দলগতভাবেই আমাদের সিদ্ধান্ত হয়েছে বিরোধীরা যাতে তাদের গণতান্ত্রিক ভাবে নির্বাচন করতে পারে সেই দিকে দৃষ্টি দেওয়া। প্রশাসনের কাছে যে সর্বদলীয় বৈঠক হয়েছে সেখানেও শান্তিপূর্ণভাবে যাতে পঞ্চায়েত নির্বাচন হয় সে কথা আমরা জানিয়েছি। এবারের পঞ্চায়েত নির্বাচনে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন কাজ গোটা রাজ্য জুড়ে করেছেন, সেটাই আমরা মানুষের সামনে তুলে ধরে মানুষের কাছে ভোট চাইবো। গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সহ ত্রিস্তর পঞ্চায়েতে আমরা উন্নয়নকেই সামনে রেখে মানুষের কাছে ভোট চাইতে যাব। আমাদের বিশ্বাস মানুষ উন্নয়নকে দেখেই তৃণমূল কংগ্রেসকে সংখ্যাগরিষ্ঠ ভাবে ক্ষমতায় আনবেন।