নিজস্ব প্রতিনিধি,দমদমঃ দমদমের বিধায়ক ব্রাত্য বসু ও দক্ষিণ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দোপাধ্যায়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা,বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রদান সহ ডাক্তারদের সংবর্ধনা। এদিনের অনুষ্ঠান থেকে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দোপাধ্যায় একটি বিশেষ উদ্যোগ নেন। তিনি গোটা ১৫ নম্বর ওয়ার্ড জুড়ে ফ্রি ওয়াইফাই পরিষেবার ঘোষণা করেন।
এদিন সাংসদ সৌগত রায় ও দমদমের বিধায়ক ব্রাত্য বসুর হাত দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় ও বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা তুলে দেওয়া হয় এছাড়াও এই দিনের অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়,দমদমের বিধায়ক ব্রাত্য বসু, দক্ষিন দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দোপাধ্যায় ও অনন্য ব্যক্তিবর্গরা। এদিনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা।এলাকাবাসীরা জানান, এই ফ্রি ওয়াইফাই পরিষেবা শুরু হওয়ায় আমরা খুব আনন্দিত।