নিজস্ব প্রতিনিধি,বারাসাতঃ বারাসাত ২ নং ব্লকে দাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ছটি হাইমাস লাইটের উদ্বোধন হলও দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহঃ আব্দুল হাই। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে গ্রামবাসীরা।
গ্রাম উন্নয়নের সাথে সাথে সাধারণ মানুষের যাতায়াতের কথা মাথায় রেখে বারাসাত ২ ব্লকের দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আব্দুল হাই হাইমাস লাইট বসানোর উদ্যোগ নেন। তিনি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন অঞ্চলে এই হাইমাস লাইট বসানোর জন্য বিডিও থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধায়ক কাছে এ বিষয়ে তুলে ধরেন। অবশেষে তার উদ্যোগকে শীলমোহর দিল প্রশাসন।দাদপুর গ্রাম পঞ্চায়েতের ছটি এলাকায় হাইমাস লাইট বসানো হল হাইমাস লাইট।হাইমাস লাইট শুভ সূচনা করেন পঞ্চায়েতের উপ প্রধান মহঃ আব্দুল হাই। আতশবাজি জালিয়ে এই বাতিস্থম্ভটির উদ্বোধন হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানকে ঘিরে উৎসবের সাজে সেজে ওঠে দাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। সাধারণ মানুষ দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাইয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পাশাপাশি জানিয়েছে,হাইমাস লাইট বসানো নিয়ে পঞ্চায়েত উপপ্রধান আব্দুল হাই বলেন গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নে সাথে যেমন আছি পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের সমস্যাটা আমাকে ভাবিয়ে ছিল। তাদের কথা ভেবেই হাইমাস লাইট বসানোর উদ্যোগ নিয়েছি। যাতে তারা রাতে যাতায়াত করতে পারেন ,বাড়ি থেকে কর্মস্থলে এমনকি বাজারে। তিনি আর জানান এই বাতিস্থম্ভ বসায় এলাকাবাসীর সুরক্ষাও বেড়ে যাবে এমনটাই জানিয়েছেন তিনি। এলাকাবাসীরা জানান, তাদের দীর্ঘ দিনের দাবী আজ পূর্ণ হলও। তাই পঞ্চায়েতের সমস্ত আধিকারিকদের ও পঞ্চায়েত সমিতির আধিকারীকদের শুভেচ্ছা জানান।