গোল্ডেন গ্লাভ হাতে নিয়ে চূড়ান্ত অশালীন ভঙ্গি করেছিলেন ক্যামেরার দিকে তাকিয়ে! যা নিয়ে এখনও বিতর্ক চলছে। এখন প্রশ্ন কেন মার্টিনেজে এমন করেছিলেন?
মার্টিনেজ এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন, ‘ফরাসিরা আমাকে টিটকিরি দিয়েছিল। তাই আমি ওই অঙ্গভঙ্গি করেছিলাম। আমার কাছে অহংকারের কোনও জায়গা নেই। আমরা অনেক সহ্য করেছি। ফাইনালের দিন ভেবেছিলাম যে, আমাদের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু ওরা ফিরে আসে। অত্যন্ত জটিল একটি ম্যাচ ছিল। ভোগান্তি আমাদের নিয়তিতে ছিল। ওদের কাছে জেতার যে শেষ সুযোগ ছিল, ভাগ্যবশত আমি পা দিয়ে তা রুখে দিয়েছিলাম। এমন মুহূর্তের স্বপ্নই আমি দেখে এসেছি। আমার অনুভূতি ব্যক্ত করার মতো কোনও ভাষা নেই। ক্লাব ফুটবলের জন্য অনেক অল্প বয়সে আমি ইংল্যান্ডে চলে এসেছিলাম। পরিবারের সঙ্গে সেভাবে সময় কাটাতে পারিনি। এই জয় আমি পরিবারকে উৎসর্গ করছি।