বুয়েনস এইরেসের রাস্তায় নেমে এসেছিল হাজার হাজার মানুষ। তাঁরা নেচে–গেয়ে শুভেচ্ছা জানিয়েছেন মেসিদের। বিশ্বকাপ জয়ের আনন্দ–উৎসবের ‘প্রাথমিক রাউন্ড’ শেষে ক্লান্ত–পরিশ্রান্ত আর্জেন্টাইন দল ঘুমাতে গিয়েছিল স্থানীয় একটি হোটেল।
আজ বিকেল পাঁচটার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি ছবি পোস্ট করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। রাতে তিনি ঘুমাতে গিয়েছিলেন বিশ্বকাপ ট্রফিটি সঙ্গে নিয়ে। বিছানায় মাথার পাশে থাকা আরেকটি বালিশেই ‘শুইয়ে’ রেখেছিলেন বিশ্বকাপ ট্রফিটি।
নিজের পঞ্চম বিশ্বকাপে এসে পেলেন সেই মধুর স্বাদ—বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। আর্জেন্টাইনদের সেই স্বাদ পাইয়ে দিলেন অনেক অপেক্ষার পর, সময়ের হিসাবে সেটি ৩৬ বছর।