ক্রিসমাস উপলক্ষ্যে আগামী ২৫ ডিসেম্বর (রবিবার) বেশিক্ষণ চলবে কলকাতা মেট্রো। এমনিতে নর্থ-সাউথ করিডরে রবিবার যে সময় থেকে মেট্রো পরিষেবা, তার আগে থেকেই ২৫ ডিসেম্বর মেট্রো ছুটবে। রাতেও বেশিক্ষণ চলবে মেট্রো।
ক্রিসমাসে প্রথম মেট্রোর সময়
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫০ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
- দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫০ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
- দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫৫ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৮ টা (সকাল ৯ টার পরিবর্তে)।
ক্রিসমাসে শেষ মেট্রোর সময়
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৩৮ মিনিট (রাত ৯ টা ২৮ মিনিটের পরিবর্তে)।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৪০ মিনিট (রাত ৯ টা ২৭ মিনিটের পরিবর্তে)।
- দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট (রাত ৯ টা ৪০ মিনিটের পরিবর্তে)।
- কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট (রাত ৯ টা ৪০ মিনিটের পরিবর্তে)।
সেইসঙ্গে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, দুপুর ১ টা ২০ মিনিট থেকে রাত ৯ টা ২০ মিনিট পর্যন্ত আট মিনিট অন্তর মেট্রো চলবে বলে জানানো হয়েছে।