বিশ্বকাপ জয়ের একদিন পর আর্জেন্তিনায় পৌঁছল মেসি ব্রিগেড। মেসিদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে ভিড় করেছিলেন সমর্থকরা। বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হওয়ার সুবাদে আর্জেন্তিনায় একদিনের জাতীয় ছুটির ঘোষণা করেছে সে দেশের প্রশাসন। আর্জেন্তিনার রাস্তায় জনসমুদ্র। পুরো দেশ নীল সাদা রংয়ে ঢেকে গেছে।
আর্জেন্তিনায় পা রেখে মেসি বলেন, ‘আমি আর্জেন্তিনায় আসতে চেয়েছি সমর্থকদের জন্য। আমি চাইছিলাম ওরা আমার জন্য অপেক্ষা করুক, আমি ওদের সঙ্গে গিয়ে বিশ্বকাপের আনন্দ ভাগ করার অপেক্ষা করতে পারছি না।’ বিমানে বসে আর্জেন্তিনার প্লেয়াররা বিশ্বকাপের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন।