কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে সেরা ‘পাবলিক ডিজিট্যাল প্লার্টফম’ হিসাবে পুরস্কার পেল দুয়ারে সরকার। আগামী ৭ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে এই পুরস্কার রাজ্য সরকারের হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম।
বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে দুয়ারের সরকার প্রকল্প। এলাকায় ক্যাম্প করে সরকারি আধিকারিরা বিভিন্ন পরিষেবার আবেদন, সংশোধনের কাজ করে থাকেন। ২০২০ সালের ১ ডিসেম্বর রাজ্যে শুরু হয় এই পরিষেবা। তার পর গত দু’বছরে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই দুয়ারে সরকার প্রকল্প । এর আগে দুয়ারে সরকারের ক্যাম্পে ২৫টি পরিষেবা মিলত এখন পাওয়া যায় ২৭টি পরিষেবা।