কলকাতা থেকে জেলা, বৃহস্পতিবার সন্ধ্যার আকাশে আচমকা দেখা গেল অদ্ভুত আলো। তা ঘিরেই ঘনাচ্ছে রহস্য। আসলে আলোটি কি ? যাকে ঘিরে তৈরি হয় যাবতীয় জল্পনা।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর , ভারত আজ ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ৫৫০০ কিলোমিটার পাল্লার পারমাণবিক সক্ষম অগ্নি ৫ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে , যা অত্যন্ত উচ্চ মাত্রার নির্ভুলতার সাথে ৫৫০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ক্ষেপণাস্ত্রে নতুন প্রযুক্তি এবং সরঞ্জাম যাচাই করার জন্য পরীক্ষাটি করা হয়েছিল, যা এখন আগের চেয়ে হালকা। প্রয়োজনে অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের পরিসর বাড়ানোর ক্ষমতা প্রমাণ করেছে এই ট্রায়াল , জানিয়েছে প্রতিরক্ষা সূত্র। ওই আলো মিনিট খানেক স্থায়ী ছিল আকাশে। তা দেখতে ছিল কিছুটা সার্চলাইটের মতো। বাঁকুড়া, দুই মেদিনীপুর , দুই ২৪ পরগনা , হাওড়া , হুগলি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ওই আলোটিকে দেখা যায়।