যুদ্ধ নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদারের চেষ্টা চালাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন।
তিন রাষ্ট্রনেতার সঙ্গে ফোনালাপ শেষে রাতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমরা নিয়মিত আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করছি। আগামী সপ্তাহে আন্তর্জাতিক পর্যায়ে বেশ কয়টি আয়োজন রয়েছে। এসব আয়োজন থেকে গুরুত্বপূর্ণ ফল পাওয়া যাবে, যেগুলো ইউক্রেন পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করবে।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপের পর ভলোদিমির জেলেনস্কি জানান, দেশের মানুষকে রক্ষায় ইউক্রেনের কার্যকর আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জানিয়েছেন। তিনি আরও জানান, সোমবার জি-৭ নেতারা ইউক্রেনকে সহায়তা দেওয়া নিয়ে বৈঠকে বসবেন।