রাজ্য সড়কের দুপাশে প্রতিদিন বসছে পাইকারি সবজি বাজার

খাদিমুল ইসলাম, বানারহাট ” জেলা পরিষদের হাটের জায়গায় থাকা সত্ত্বেও দুরামারি থেকে নাথুয়াগামী রাজ্য সড়কের দুপাশে প্রতিদিন বসছে পাইকারি সবজি বাজার। যার ফলে যেমন দেখা দিচ্ছে যানজট তেমনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বানারহাট ব্লকের শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের দুরামারির শিমুলঝোরা এলাকায় প্রতিদিন সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত দুরামারি – নাথুয়াগামী রাজ্য সড়কের দুপাশে বেআইনি ভাবে রাস্তার দুপাশ দখল করে পাইকারি সবজি বাজার বসছে। সেখানে মাল কিনতে ভিড় জমাচ্ছেন সবজি বিক্রেতারা। ফলে রাস্তার ওপর দিয়ে যান চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। সেই সাথে বাজার অন্যত্র বসায় নষ্ট হচ্ছে সরকারি হাটের ঐতিহ্য ও। ঘটনাটি নিয়ে সরব হয়েছেন দুরামারিবাসী। তাদের দাবি দুরামারি হাটে পরিকাঠামোর যথেষ্ট ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণ করে শিমুলঝোরায় বসা বাজার কে দুরামারিতে জেলা পরিষদের জায়গায় নিয়ে আসতে হবে। এব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, করোনা কাল থেকেই শিমুলঝোরায় এই বাজার বসা শুরু হয়। গয়েরকাটা – নাথুয়াগামী রাজ্য সড়কের দুপাশে প্রতিদিন সকালে বসে এই পাইকারি সবজি বাজার। বাজারে আশেপাশের বহু সবজি বিক্রেতা মাল কিনতে বাজারে ভিড় জমান। ফলে অবরুদ্ধ হয়ে যায় এই রাজ্য সড়ক। সমস্যা হয় রোগী পরিবহন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের যাতায়াতে। অন্যদিকে, দুরামারিতে যে জলপাইগুড়ি জেলা পরিষদের হাটের জায়গা রয়েছে সেই জায়গা অনেকাংশে দখল হয়ে গিয়েছে। হাটের পরিকাঠামো নষ্ট হয়ে গিয়েছে অনেকাংশে। স্থানীয়দের দাবি, সরকারি হাটের পরিকাঠামো ঠিক করে শিমুলঝোরার বাজারটিকে সরকারি হাটের জায়গায় নিয়ে আসা হোক।