06, Jul-2020 || 04:08 am
Home রাজ্য আমফান ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া শুরু করল পশ্চিমবঙ্গ সরকার

আমফান ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া শুরু করল পশ্চিমবঙ্গ সরকার

হীরক মুখোপাধ্যায় (২৭ মে ‘২০):- আমফান ঘূর্ণিঝড়ে উত্তর ২৪ পরগনায় মৃত ২২ জনের নিকট আত্মীয়ের হাতে।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে ক্ষতিপূরণ বাবদ ৫৫ লাখ টাকা তুলে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও খাদ্য সরবরাহ বিভাগের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

সরকারী ভাবে জানানো হয়েছে মৃতদের পরিবার পিছু ২.৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

উত্তর ২৪ পরগনা জেলা প্রশসনিক ভবন সূত্রে জানা গেছে, “ঘূর্ণিঝড় আমফানে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ব্লকে ৫ জন, বসিরহাট ২ ব্লকে ৪ জন, গাইঘাটা ব্লকে ২ জন, দেগঙ্গা ব্লকে ২ জন, এছাড়া সন্দেশখালি ১ ব্লক, সন্দেশখালি ২ ব্লক, স্বরূপনগর, বনগাঁ, বাগদা ও হাবরা ১ ব্লকে ১ জন করে মারা গেছে।
এর পাশাপাশি দক্ষিণ দমদম পৌরসভায় ১ জন এবং পানিহাটি পৌরসভায় ২ জন লোক মারা গেছেন।”

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, “মিনাখাঁ ব্লকে যাঁরা মারা গেছেন তাঁরা হলেন নূরজাহান বেওয়া (৫৬) ধূতুরদহ গ্রাম পঞ্চায়েত, গোপাল ভুঁইয়া (৩২) আটপুকুর গ্রাম পঞ্চায়েত, শোভারাণী মণ্ডল, পূর্ব মোহনপুর গ্রাম, মিনু সর্দার (১৯) মল্লিকঘেরী [বর্তমানে গাইঘাটা ব্লকের ডুমা পঞ্চায়েত অঞ্চলে থাকতেন], পূর্ণিমা সর্দার (৩) মল্লিকঘেরী [বর্তমানে গাইঘাটা ব্লকের ডুমা পঞ্চায়েত অঞ্চলে থাকতেন]।

বসিরহাট ২ ব্লকে যাঁরা মারা গেছেন তাঁরা হলেন, মোহন্ত দাস (২০) রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, নাসিমা বিবি (৪০) রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত,
চম্পা খাতুন (২৬) ঘোড়ারাস কুলিনগ্রাম গ্রাম পঞ্চায়েত, শ্রীদাম মণ্ডল (৫০) চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েত।

সন্দেশখালি ১ ব্লকে মারা গেছেন কুন্তি সর্দার (৪৩) সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েত।

সন্দেশখালি ২ ব্লকে মারা গেছেন ইমনুস মোল্লা (৫৫) বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েত।

স্বরূপনগর ব্লকে মারা গেছেন অনুবালা সানা (৭৩) চাইঘাট গ্রাম পঞ্চায়েত।

গাইঘাটা ব্লকে যাঁরা মারা গেছেন তাঁরা হলেন, সুনীলকৃষ্ণ পাল (৭৯) চাঁদপাড়া সিনাটিকারী, মনোতোষ বাগচী (৬) ডুমা গ্রাম পঞ্চায়েত।

বনগাঁ ব্লকে মারা গেছেন নরেন্দ্রনাথ বিশ্বাস (৩৪) চৌবেরিয়া ১ গ্রাম পঞ্চায়েত।

বাগদা ব্লকে মারা গেছেন লক্ষ্মণ মুণ্ডারী (৬৯) আশাড়ু গ্রাম পঞ্চায়েত।

দেগঙ্গা ব্লকে যাঁরা মারা গেছেন তাঁরা হলেন, অনীতা বিবি (৫৫) হাদিপুর ঝিকরা ১ গ্রাম পঞ্চায়েত, মোকসেদ মণ্ডল (৫৫) চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত।

হাবরা ১ ব্লকে মারা গেছেন গোলাম মোল্লা মণ্ডল (৫০) সালুয়া গভর্ণমেন্ট কলোনী।

এছাড়াও দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নারায়ণচন্দ্র ঘোষ মারা গেছেন।

পানিহাটি পৌরসভা অঞ্চলে যাঁরা মারা গেছেন তাঁরা হলেন বিকি শ্যামল (২০) বেলতলা, ও বীণাপানি সরকার (৮৮) আগরপাড়া নর্থ স্টেশন রোড।”

আজ দুপুর ১২ টা নাগাদ মহকুমার শাসক বসিরহাট-এর কার্যালয় এক অনুষ্ঠানের মাধ্যমে বসিরহাট মহকুমায় মৃত ব্যক্তিদের নিকট আত্মীয়দের হাতে ক্ষতিপূরণ বাবদ টাকা তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও খাদ্য সরবরাহ বিভাগের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

বিকেল চারটায় উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসিক ভবনে অনুষ্ঠিত আর এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার আর তিনটে মহকুমার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেবেন জ্যোতিপ্রিয় মল্লিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দিলীপ ঘোষের লাল চোখ আগামী ছয় মাসের মধ্যে হলুদ করে দেব : কল্যাণ

মলয় সিংহ , বাঁকুড়া : বাংলার তৃণমূল কর্মীদের কে লাল চোখ দেখাবেন না,না হলে আপনার সেই লাল চোখ আগামী ছমাসের মধ্যে হলুদ...

স্বামী বিবেকানন্দের মহা প্রয়ানের ১১৮ বছর

অর্পিতা সিনহা, বাঁকুড়া(৫ জুলাই ): সালটা ছিলো ১৯০২ এর ৪ঠা জুলাই।এই দিন স্বামী বিবেকানন্দের নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়।স্বামীজীর জীবন যতটা আশ্চর্যময়তায়...

অযান্ত্রিক অভিযানে ট্যাক্সি ড্রাইভার

ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা:- আমাদের বাংলা চলচ্চিত্রে ট্যাক্সি ড্রাইভার খুব চেনা জানা একটি চরিত্র, হয়তো আমাদের প্রতিবেশী, যে কিনা প্রধান চরিত্র হিসেবে বিশেষভাবে...

শিক্ষকই পারে সমাজকে উন্নতির শিখরে নিয়ে যেতে

সঞ্চিতা সিনহা, বাঁকুড়া(৫ জুলাই ২০): শিক্ষকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডকেও নিজের জীবনের ব্রত করে নিয়েছেন মালদার আমির উদ্দিন।তাঁর মতো মানুষ বর্তমান সমাজ-রাজনীতিতেও খুবই...