11, Jul-2020 || 12:53 pm
Home দেশ দিল্লী পুলিসকে ৩ হাজার ফেস শিল্ড দিল স্পাইসজেট

দিল্লী পুলিসকে ৩ হাজার ফেস শিল্ড দিল স্পাইসজেট

হীরক মুখোপাধ্যায় (১২ জুন ‘২০):– ‘নভেল কোরোনা ভাইরাস’ সম্পর্কিত রোগ ‘কোভিড ১৯’-এর পরিপ্রেক্ষিতে দিল্লী পুলিসে কর্মরত পুলিসদের সুরক্ষার কথা মাথায় রেখে দিল্লী পুলিস কর্তৃপক্ষের হাতে ৩ হাজার ফেস শিল্ড তুলে দিল ‘স্পাইসজেট’ কর্তৃপক্ষ।

এই কার্যক্রমের অঙ্গ রূপে দিল্লী পুলিসের সদর দপ্তরে উপস্থিত হয়ে, আজ দিল্লী পুলিসের নগরপাল এস এন শ্রীবাস্তব-এর হাতে একটা ফেস শিল্ড তুলে দেন ‘স্পাইসজেট’-এর অধ্যক্ষ ও ব্যাবস্থাপক নির্দেশক অজয় সিং।

বলে রাখা ভালো, এর আগে ২ মে গুরুগ্রাম পুলিস ও রেওয়ারী পুলিস কর্মীদের হাতে ৪০০ ফেস শিল্ড এবং ৩০ মে গুরুগ্রাম পুলিস-এর হাতে আরো ১ হাজার ফেস শিল্ড তুলে দিয়েছিল ‘স্পাইসজেট’ কর্তৃপক্ষ।

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাতভর তল্লাসি চালাল সিভিল ডিফেন্স টিম

মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া : বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীতে এক ব্যক্তি তলিয়ে গেছেন এই আশঙ্কায় রাতভর তল্লাসি চালাল সিভিল ডিফেন্স টিম। কিন্তু গভীর...

উদ্ধার হলো এক বিশালাকার গোসাপ

বাপ্পা রায়, পুরুলিয়া, ১০জুলাই:- শুক্রবার দুপুরে পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের বাগমুন্ডির বেনে পাড়া থেকে উদ্ধার হলো এক বিশালাকার গোসাপ। স্থানীয় বাসিন্দারা গোসাপ...

জীবন যেখানে শুকায়ে যায় প্রতিরোধ সেখানে জন্ম নেয়

নিজস্ব প্রতিনিধি,নদীয়া : আজ নদীয়ার ধুবুলিয়ায় নেতাজী পার্কে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে নদীয়ার ধুবুলিয়ার গৃহশিক্ষক কল্যাণ সমিতির অন্যতম নেতা সুবীর পালের...

বিজেপির ঘরে ভাঙ্গন অব্যাহত

মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া:- বিজেপিছেড়েপুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান।ভাঙ্গনের রেশ কাটতে না কাটতেই ফের ভাঙ্গল বিজেপির ঘরে আজ বাঁকুড়া ব্লক ২ এর,তন্ময় পাত্ত (বিজেপি...