06, Jul-2020 || 03:54 am
Home শিক্ষা করোনা ভাইরাসের আতঙ্কে ছাত্র-ছাত্রীদের অনলাইনে পড়াশোনা

করোনা ভাইরাসের আতঙ্কে ছাত্র-ছাত্রীদের অনলাইনে পড়াশোনা

অর্পিতা সিনহা ,বাঁকুড়া (১৪ মে):বর্তমানে করোনার আতঙ্কের কারণে দেশজুড়ে চলছে লকডাউন।ফলে সমস্ত জীবনযাত্রা হয়েছে বিপর্যস্ত। আর এই মহামারীর কারনেই সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলিতেও ছুটি ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় বর্তমান শিক্ষাব্যবস্থা এক গভীর সঙ্কটের মুখে এসে দাঁড়িয়েছে। উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিও বন্ধ হয়ে গেছে। স্কুল বন্ধ থাকার জন্য শিক্ষকরা ছাত্রছাত্রীরদের পড়ার সিলেবাস শেষ করতে পারছে না তাই পড়ুয়ারা অনেক পিছিয়ে পড়ছে সেই জন্য চেষ্টা করা হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগানোর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র-ছাত্রীদের কথা ভেবে অনলাইন পঠন-পাঠন শুরু করেছে। টিভিতে ও এক একটি বিষয়ের উপর লাইভ ক্লাস শুরু হয়েছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের অনেক টাই সুবিধা হচ্ছে।অনলাইন ক্লাসের মাধ্যমে পড়ুয়ারা অনেক শিক্ষকের সান্নিধ্যেও আসতে পারছে। দেশের এই বির্পযস্ত অবস্থায় পড়ুয়াদের সিলেবাস শেষ করতে অনলাইনে ক্লাস ছাড়া সরকারের কাছে কোনো বিকল্প নেই। কিন্তু এই ক্লাসের মাধ্যমে রাজ্যের সব প্রান্তের ছাত্র-ছাত্রীরা উপকার পাচ্ছে না কারণ ভারতবর্ষে এখনও গ্রাম ও প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পৌঁছায়নি।তাছাড়া শ্রেণীকক্ষে যেভাবে পড়াশোনা হয় অর্থাৎ প্রশ্ন -উত্তর আদানপ্রদানের মাধ্যমে শিক্ষক ও ছাত্রের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠে তার থেকেও ছাত্র-ছাত্রীরা বঞ্চিত হচ্ছে। কিন্তু এই দুর্দিনে অনলাইনে পাঠ ছাড়া আর কোনো উপায়ই নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দিলীপ ঘোষের লাল চোখ আগামী ছয় মাসের মধ্যে হলুদ করে দেব : কল্যাণ

মলয় সিংহ , বাঁকুড়া : বাংলার তৃণমূল কর্মীদের কে লাল চোখ দেখাবেন না,না হলে আপনার সেই লাল চোখ আগামী ছমাসের মধ্যে হলুদ...

স্বামী বিবেকানন্দের মহা প্রয়ানের ১১৮ বছর

অর্পিতা সিনহা, বাঁকুড়া(৫ জুলাই ): সালটা ছিলো ১৯০২ এর ৪ঠা জুলাই।এই দিন স্বামী বিবেকানন্দের নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়।স্বামীজীর জীবন যতটা আশ্চর্যময়তায়...

অযান্ত্রিক অভিযানে ট্যাক্সি ড্রাইভার

ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা:- আমাদের বাংলা চলচ্চিত্রে ট্যাক্সি ড্রাইভার খুব চেনা জানা একটি চরিত্র, হয়তো আমাদের প্রতিবেশী, যে কিনা প্রধান চরিত্র হিসেবে বিশেষভাবে...

শিক্ষকই পারে সমাজকে উন্নতির শিখরে নিয়ে যেতে

সঞ্চিতা সিনহা, বাঁকুড়া(৫ জুলাই ২০): শিক্ষকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডকেও নিজের জীবনের ব্রত করে নিয়েছেন মালদার আমির উদ্দিন।তাঁর মতো মানুষ বর্তমান সমাজ-রাজনীতিতেও খুবই...