11, Jul-2020 || 01:53 pm
Home দেশ না ফেরার দেশে চলে গেলেন সুরকার ও গায়ক ওয়াজিদ খান

না ফেরার দেশে চলে গেলেন সুরকার ও গায়ক ওয়াজিদ খান

হীরক মুখোপাধ্যায় (১ জুন ‘২০):– না ফেরার দেশে চলে গেলেন বলিউডের অন্যতম খ্যাতনামা সুরকার ওয়াজিদ খান (৪২)।
গভীর রাতে মুম্বইয়ের এক বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুপারস্টার সলমন খানের হাত ধরেই বলিউডের সুরের জগতে প্রবেশ সাজিদ-ওয়াজিদ জুটির।
১৯৯৮ সালে ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবিতে তাঁদের প্রথম কাজ করার সুযোগ করে দেন সলমনই। তারপর থেকেই জুটি বেঁধে একের পর এক হিট গান উপহার দিয়েছেন সাজিদ ওয়াজিদ জুটি।
সলমনের বহু ছবি যেমন ‘গর্ব’, ‘তেরে নাম’, ‘তুমকো না ভুল পায়েঙ্গে’, ‘ওয়ান্টেড’, ‘দাবাং ১’, ‘দাবাং ২’, ‘দাবাং ৩’ এবং ‘এক থা টাইগার’-এ একের পর এক হিট গানে সকলকে মাতিয়ে রেখেছিলেন ওই সুরকার জুটি।
আজ ওয়াজিদের প্রয়াণে সঙ্গীহারা হয়ে গেলেন সাজিদ।

সংবাদসংস্থা পিটিআইকে সংগীতকার সেলিম মার্চেন্ট জানিয়েছেন, “কিছুদিন আগেই অত্যন্ত অসুস্থ হয়ে চেম্বুরের সুরানা হাসপাতালে ভর্তি হন ওয়াজিদ খান, কিডনির সমস্যায় ভুগছিলেন; কিছুদিন আগেই তাঁর কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল।
কিডনির সংক্রমণে কয়েকদিন আগে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করায় গত চার দিন ধরে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।কিন্তু তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে এবং শেষপর্যন্ত ওই সংক্রমণের কারণেই তাঁর মৃত্যু হয়।”

ওয়াজিদ খানের প্রয়াণে ভেঙে পড়েছে গোটা বলিউড। টুইটারে একের পর এক তারকারা শোকবার্তা জানিয়েছেন।

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাতভর তল্লাসি চালাল সিভিল ডিফেন্স টিম

মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া : বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীতে এক ব্যক্তি তলিয়ে গেছেন এই আশঙ্কায় রাতভর তল্লাসি চালাল সিভিল ডিফেন্স টিম। কিন্তু গভীর...

উদ্ধার হলো এক বিশালাকার গোসাপ

বাপ্পা রায়, পুরুলিয়া, ১০জুলাই:- শুক্রবার দুপুরে পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের বাগমুন্ডির বেনে পাড়া থেকে উদ্ধার হলো এক বিশালাকার গোসাপ। স্থানীয় বাসিন্দারা গোসাপ...

জীবন যেখানে শুকায়ে যায় প্রতিরোধ সেখানে জন্ম নেয়

নিজস্ব প্রতিনিধি,নদীয়া : আজ নদীয়ার ধুবুলিয়ায় নেতাজী পার্কে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে নদীয়ার ধুবুলিয়ার গৃহশিক্ষক কল্যাণ সমিতির অন্যতম নেতা সুবীর পালের...

বিজেপির ঘরে ভাঙ্গন অব্যাহত

মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া:- বিজেপিছেড়েপুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান।ভাঙ্গনের রেশ কাটতে না কাটতেই ফের ভাঙ্গল বিজেপির ঘরে আজ বাঁকুড়া ব্লক ২ এর,তন্ময় পাত্ত (বিজেপি...