05, Jun-2020 || 11:59 am
Home দেশ মুম্বইয়ের সিওন হাসপাতালে জীবিত রোগীর পাশেই কালো প্লাস্টিকে মুড়ে ফেলে রাখা আছে...

মুম্বইয়ের সিওন হাসপাতালে জীবিত রোগীর পাশেই কালো প্লাস্টিকে মুড়ে ফেলে রাখা আছে কোভিড ১৯-এর মৃতদেহগুলো

হীরক মুখোপাধ্যায় (৭ মে ‘২০):- মুম্বইয়ের সিওন হাসপাতালে জীবিত রোগীর পাশেই কালো প্লাস্টিকে মুড়ে ফেলে রাখা আছে ‘নভেল কোরোনা ভাইরাস’ সম্পর্কিত রোগ ‘কোভিড ১৯’-এ মারা যাওয়া বেশ কিছু মৃতদেহ।

মহারাষ্ট্রের বিরোধী দল ‘ভারতীয় জনতা পার্টী’-র অন্যতম বিধায়ক নীতীশ রাণে আজ টুইটার-এ ৫৭ সেকেণ্ডের এক ভিডিও ছেড়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

ঘটনার আকস্মিকতায় বিব্রত হয়ে ‘সিওন হাসপাতাল’-এর ডিন প্রমোদ ইঙ্গালে সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, “অনেক পরিবারই ‘কোভিড ১৯’ রোগে মৃত স্বজনদের দেহ নিতে অস্বীকার করছে। আমাদের হাসপাতালের মর্গে একসাথে ১৫ টা মৃতদেহ রাখার ব্যবস্থা থাকলেও, তার মধ্যে ১১ টা মৃতদেহ রয়েছে। সব মৃতদেহ ওখানে রাখা সম্ভব নয়। তবে যে প্রক্রিয়ায় রোগীদের পাশে মৃতদেহগুলোকে কালো প্লাস্টিকে মুড়ে রাখা রয়েছে তাতে আতঙ্কের কিছু নেই। তবে মৃতদেহগুলো জীবিত রোগীদের পাশে কেনো বেশিক্ষণ সময় ধরে থাকছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।”

নীতীশ রাণে-র ওই ভিডিওতে দেখা গেছে, জীবিত রোগীদের পাশাপাশি রোগীদের যেসব আত্মীয়স্বজন হাসপাতালে আসছেন তাঁরাও ভয়ে ওই মৃতদেহগুলোর দিকে তাকাচ্ছেন না।
কোথাও পরপর কালো প্লাস্টিকে মুড়ে ফেলে রাখা আছে একের পর এক মৃতদেহ তো কোথাও আবার জীবিত রোগীদের পাশের বেডেই পরে রয়েছে মৃতদেহ।

প্রসঙ্গতঃ বলে রাখা ভালো, কিছু দিন আগে কোলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালেও প্রায় একই ছবি দেখতে পাওয়া গিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আমফানের টাকা আত্মসাৎ করার অভিযোগে বিক্ষোভ ,শান্তিপুরের তিনটি পঞ্চায়েতের প্রধানের পদত্যাগের দাবিতে পোস্টার পরল

স্নেহাশীষ মুখার্জি, নদীয়া, ৪ জুন: আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে দুর্নীতি করছে পঞ্চায়েত মেম্বার, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরের বেলঘড়িয়া ১...

মার সঙ্গে প্রতিবেশীদের ঝগড়া থামাতে গিয়ে শ্লীলতাহানীর শিকার মেয়ে

স্নেহাশীষ মুখার্জি, নদীয়া, ৪ জুন: ঝগড়া থামাতে গিয়ে শ্লীলতাহানীর শিকার হল মেয়ে। অভিযোগ তাঁকে শ্লীলতাহানি করেছে প্রতিবেশী যুবকরা। এই ঘটনায় ৬ জনের...

গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান করোনা-য় আক্রান্ত

অভিজিৎ হাজরা, হাওড়া : হাওড়া জেলার আমতা ২ নং ব্লকের জয়পুর থানার খালনা গ্ৰামপঞ্চায়েতের উপপ্রধান করোনা-য় আক্রান্ত।উপপ্রধানের পরিবার...

মে মাসে শুধু কোলকাতা থেকে ১১০ টন লিচু ও ৬০ টন মাছের ডিমপোনা পরিবহন করেছে স্পাইসজেট

হীরক মুখোপাধ্যায় (৪ জুন '২০):- এই বছর মে মাসে দমদম বিমানবন্দর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ১১০ টন লিচু ও ৬০ টন মাছের...