11, Jul-2020 || 12:31 pm
Home জেলা মন্দারমনি সমুদ্র সৈকতে ভেসে এল বৃহৎ তিমি

মন্দারমনি সমুদ্র সৈকতে ভেসে এল বৃহৎ তিমি

হীরক মুখোপাধ্যায় (২৯ জুন ‘২০):– আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি সমুদ্র সৈকতে এক বৃহৎ তিমি মাছকে পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষের মনে চাঞ্চল্য ছড়ায়।

ঘটনার খবর শুনেই সমুদ্র সৈকতে ছুটে আসে স্থানীয় পুলিস ও বন দপ্তরের কর্মী এবং আধিকারিকরা।

বন দপ্তরের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, “আজ সকালে মন্দারমনি সমুদ্র সৈকতে বৃহৎ তিমি মাছকে পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ পুলিসকে খবর দেয়। পুলিসের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা দেখি প্রায় ৩৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া ঈষৎ গোলাকার এক তিমি মাছ মৃত অবস্থায় পড়ে আছে।”

কীভাবে তিমি মাছের মৃত্যু হল তা বোঝার চেষ্টা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাতভর তল্লাসি চালাল সিভিল ডিফেন্স টিম

মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া : বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীতে এক ব্যক্তি তলিয়ে গেছেন এই আশঙ্কায় রাতভর তল্লাসি চালাল সিভিল ডিফেন্স টিম। কিন্তু গভীর...

উদ্ধার হলো এক বিশালাকার গোসাপ

বাপ্পা রায়, পুরুলিয়া, ১০জুলাই:- শুক্রবার দুপুরে পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের বাগমুন্ডির বেনে পাড়া থেকে উদ্ধার হলো এক বিশালাকার গোসাপ। স্থানীয় বাসিন্দারা গোসাপ...

জীবন যেখানে শুকায়ে যায় প্রতিরোধ সেখানে জন্ম নেয়

নিজস্ব প্রতিনিধি,নদীয়া : আজ নদীয়ার ধুবুলিয়ায় নেতাজী পার্কে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে নদীয়ার ধুবুলিয়ার গৃহশিক্ষক কল্যাণ সমিতির অন্যতম নেতা সুবীর পালের...

বিজেপির ঘরে ভাঙ্গন অব্যাহত

মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া:- বিজেপিছেড়েপুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান।ভাঙ্গনের রেশ কাটতে না কাটতেই ফের ভাঙ্গল বিজেপির ঘরে আজ বাঁকুড়া ব্লক ২ এর,তন্ময় পাত্ত (বিজেপি...