11, Jul-2020 || 01:13 pm
Home কলকাতা মধ্যমগ্রামের সুভাষ পল্লীতে ডাকাতি

মধ্যমগ্রামের সুভাষ পল্লীতে ডাকাতি

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের সুভাষ পল্লীতে এক কেবল অপারেটরের বাড়িতে রবিবার সন্ধ্যায় ডাকাতির ঘটনা ঘটে বলে অভিযোগ। রাত সাড়ে আটটা নাগাদ যখন ওই কেবল অপারেটর মালিক শঙ্কর সাহা তার বাড়ি তলায় অফিসে বসে কাজ করছিলেন সেই সময় একটি মোটর বাইকে করে তিনজন আসে এবং মাথায় বন্দুক ঠেকিয়ে গলায় সোনার চেন, আংটি, নগদ টাকা, দামী মোবাইল ও মানি ব্যাগ সহ কয়েক লক্ষাধিক টাকা লুট করে পালায়। ঘটনার পরেই শঙ্কর বাবু মধ্যমগ্রাম থানায় খবর দেয়। মধ্যমগ্রাম থানার পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে এবং তদন্ত শুরু করে। শঙ্কর বাবু ও তাঁর স্ত্রীর অভিযোগ তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। এর আগে এমন ঘটনা ওই অঞ্চলে আর ঘটেনি বলে অভিযোগ। গতকাল রবিবার ছুটির দিন থাকায় সন্ধের পর রাস্তায় তেমন লোকজন ছিল না। তার সাথে সূর্য গ্রহণ ও বৃষ্টি মেজাজ থাকায় বাড়ি থেকেও সেরকম লোকজন বের হয়নি রাস্তায়। সেই সুযোগ নেই তিন দুষ্কৃতী হানা দেয় এই কেবেল অপারেটর এর দোকানে। স্থানীয় সূত্রে খবর এই মোটর বাইক আরোহী 3 দুষ্কৃতী বেশ কিছুক্ষণ ধরে এলাকায় ঘোরাঘুরি করছিল বলে স্থানীয় বাসিন্দারা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাতভর তল্লাসি চালাল সিভিল ডিফেন্স টিম

মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া : বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীতে এক ব্যক্তি তলিয়ে গেছেন এই আশঙ্কায় রাতভর তল্লাসি চালাল সিভিল ডিফেন্স টিম। কিন্তু গভীর...

উদ্ধার হলো এক বিশালাকার গোসাপ

বাপ্পা রায়, পুরুলিয়া, ১০জুলাই:- শুক্রবার দুপুরে পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের বাগমুন্ডির বেনে পাড়া থেকে উদ্ধার হলো এক বিশালাকার গোসাপ। স্থানীয় বাসিন্দারা গোসাপ...

জীবন যেখানে শুকায়ে যায় প্রতিরোধ সেখানে জন্ম নেয়

নিজস্ব প্রতিনিধি,নদীয়া : আজ নদীয়ার ধুবুলিয়ায় নেতাজী পার্কে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে নদীয়ার ধুবুলিয়ার গৃহশিক্ষক কল্যাণ সমিতির অন্যতম নেতা সুবীর পালের...

বিজেপির ঘরে ভাঙ্গন অব্যাহত

মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া:- বিজেপিছেড়েপুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান।ভাঙ্গনের রেশ কাটতে না কাটতেই ফের ভাঙ্গল বিজেপির ঘরে আজ বাঁকুড়া ব্লক ২ এর,তন্ময় পাত্ত (বিজেপি...