11, Jul-2020 || 01:57 pm
Home জেলা ভারতীয় মজদুর সংঘের ছত্রছায়ায় উত্তর ২৪ পরগনায় কাজ শুরু করল বাহন চালক...

ভারতীয় মজদুর সংঘের ছত্রছায়ায় উত্তর ২৪ পরগনায় কাজ শুরু করল বাহন চালক সংঘ

হীরক মুখোপাধ্যায় (৩০ জুন ‘২০):– ‘ভারতীয় মজদুর সংঘ’ বা বিএমএস-এর ছত্রছায়ায় উত্তর ২৪ পরগনায় আজ থেকে কাজ শুরু করল ‘বাহন চালক সংঘ’।

‘ভারতীয় মজদুর সংঘ’-র উত্তর ২৪ পরগনা জেলা শাখার সম্পাদক বিজয় কুমার-এর হাত থেকে আনুষ্ঠানিকভাবে বিএমএস-এর পতাকা গ্রহণ করে সংঘের অধীনে কাজ করার শপথ নিলেন ‘বাহন চালক সংঘ’-র জেলা নেতৃত্ব।

নব গঠিত বাহন চালক সংঘ-র জেলা নেতৃত্বর হাতে সংঘ পতাকা তুলে দিয়ে ভারতীয় মজদুর সংঘ-র উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক বিজয় কুমার জানিয়েছেন, “নব গঠিত বাহন চালক সংঘ-র জেলা সভাপতি রূপে কাজ চালাবেন শুভ্র মজুমদার, সম্পাদক রূপে থাকছেন গণেশ রায়, কোষাধ্যক্ষ হয়েছেন দিলীপকুমার বিশ্বাস।”

আজ ‘বাহন চালক সংঘ’-কে জেলায় কাজ করার সবুজ সঙ্কেত দেবার পর সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিএমএস-এর উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক বিজয় কুমার জানান, “নিকট ভবিষ্যতে গৃহভৃত্য বা গৃহ পরিচারক বা পরিচারিকাদের নিয়ে পৃথক সংগঠন করতে চলেছে ‘ভারতীয় মজদুর সংঘ’ (বিএমএস)।”

বিজয় কুমার আরো জানান, “কিছু সময় বাদে পশ্চিমবঙ্গের গৃহভৃত্য বা গৃহ পরিচারক বা পরিচারিকাদের প্রভিডেন্ট ফাণ্ড চালুর জন্য আওয়াজ তুলবে ‘ভারতীয় মজদুর সংঘ’।
এই প্রভিডেন্ট ফাণ্ড চালু হলে লাভবান হবেন এই রাজ্যের গৃহ পরিচারক ও পরিচারিকাগণ।”

ভাবনার বিস্তৃত তথ্য দিয়ে ভারতীয় মজদুর সংঘ-র জেলা সম্পাদক বলেছেন, “প্রভিডেন্ট ফাণ্ডের এক অংশ দেবেন সংশ্লিষ্ট পরিচারক বা পরিচারিকা, আর এক অংশ জমা দেবেন পরিচারক বা পরিচারিকা যে বাড়িতে কাজ করছেন সেই বাড়ির মালিক এবং শেষ অংশ দেবে সংশ্লিষ্ট রাজ্যের সরকার।”

এই মুহুর্তে জেলায় পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারীদের এক অংশের পাশাপাশি প্রতিরক্ষা, ডাক, রেল, পাটকল, অসংগঠিত ক্ষেত্রের মতো ২০ টা পৃথক ক্ষেত্র মিলিয়ে ভারতীয় মজদুর সংঘ-র সদস্য সংখ্যা ৩৫ হাজার।

তবে গৃহভৃত্যদের পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, হকার, রিক্সা ও ভ্যানচালক ভাইদের জন্যও বিশেষ সদর্থক চিন্তাভাবনা শুরু করছে ‘ভারতীয় মজদুর সংঘ’।

আজ ‘বাহন চালক সংঘ’-র নবনিযুক্ত সভাপতি শুভ্র মজুমদার, সম্পাদক গণেশ রায়, কোষাধ্যক্ষ দিলীপকুমার বিশ্বাস সহ ২৮ জনের হাতে ভারতীয় মজদুর সংঘ-র পতাকা তুলে দিয়ে ভারতীয় মজদুর সংঘ-র জেলা সম্পাদক বিজয় কুমার জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে জেলার রাষ্ট্রবাদী বাহন চালক ভাইয়েরা এক বৃহত্তর ছাতার তলায় কাজ করতে চাইছিলেন, আশা করি মানবতার স্বার্থে এবার সবাই একযোগে কাজ করতে পারবেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাতভর তল্লাসি চালাল সিভিল ডিফেন্স টিম

মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া : বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীতে এক ব্যক্তি তলিয়ে গেছেন এই আশঙ্কায় রাতভর তল্লাসি চালাল সিভিল ডিফেন্স টিম। কিন্তু গভীর...

উদ্ধার হলো এক বিশালাকার গোসাপ

বাপ্পা রায়, পুরুলিয়া, ১০জুলাই:- শুক্রবার দুপুরে পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের বাগমুন্ডির বেনে পাড়া থেকে উদ্ধার হলো এক বিশালাকার গোসাপ। স্থানীয় বাসিন্দারা গোসাপ...

জীবন যেখানে শুকায়ে যায় প্রতিরোধ সেখানে জন্ম নেয়

নিজস্ব প্রতিনিধি,নদীয়া : আজ নদীয়ার ধুবুলিয়ায় নেতাজী পার্কে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে নদীয়ার ধুবুলিয়ার গৃহশিক্ষক কল্যাণ সমিতির অন্যতম নেতা সুবীর পালের...

বিজেপির ঘরে ভাঙ্গন অব্যাহত

মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া:- বিজেপিছেড়েপুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান।ভাঙ্গনের রেশ কাটতে না কাটতেই ফের ভাঙ্গল বিজেপির ঘরে আজ বাঁকুড়া ব্লক ২ এর,তন্ময় পাত্ত (বিজেপি...