06, Jul-2020 || 04:04 am
Home কলকাতা কোরোনায় মৃত তৃণমূলী বিধায়ক তমোনাশ ঘোষ

কোরোনায় মৃত তৃণমূলী বিধায়ক তমোনাশ ঘোষ

হীরক মুখোপাধ্যায় (২৪ জুন ‘২০):- ‘নভেল কোরোনা ভাইরাস’ সম্পর্কিত রোগ ‘কোভিড ১৯’-এর মারণ স্পর্শে মারা গেলেন ফলতা বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের ৩ বারের বিধায়ক তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

তমোনাশ-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মে মাসের ২৪ তারিখ কোভিড পজিটিভ রোগী রূপে তিনি বাইপাসের ধারে এক বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সকালে ওখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩ দিন ধরে তিনি সঙ্কটজনক অবস্থায় ছিলেন।
মাল্টি অর্গান ফেলিওর হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
তমোনাশ বাবুর রক্তে অতিরিক্ত পরিমাণে সুগার ছিল তা ওষুধ দিয়ে কমানো গেলেও পরবর্তীতে তার সোডিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ায় সেটাও কমানোর চেষ্টা করা হয়। কিন্তু, দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকার ফলে শেষে তার গলায় সংক্রমণ ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, তমোনাশ ঘোষ ছিলেন দক্ষিণ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান। সেই কাজেই গত মাসে তিনি দুর্গাপুর গিয়েছিলেন সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
কলকাতায় আসার পর ২২ মে তাঁর নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ ধরা পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দিলীপ ঘোষের লাল চোখ আগামী ছয় মাসের মধ্যে হলুদ করে দেব : কল্যাণ

মলয় সিংহ , বাঁকুড়া : বাংলার তৃণমূল কর্মীদের কে লাল চোখ দেখাবেন না,না হলে আপনার সেই লাল চোখ আগামী ছমাসের মধ্যে হলুদ...

স্বামী বিবেকানন্দের মহা প্রয়ানের ১১৮ বছর

অর্পিতা সিনহা, বাঁকুড়া(৫ জুলাই ): সালটা ছিলো ১৯০২ এর ৪ঠা জুলাই।এই দিন স্বামী বিবেকানন্দের নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়।স্বামীজীর জীবন যতটা আশ্চর্যময়তায়...

অযান্ত্রিক অভিযানে ট্যাক্সি ড্রাইভার

ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা:- আমাদের বাংলা চলচ্চিত্রে ট্যাক্সি ড্রাইভার খুব চেনা জানা একটি চরিত্র, হয়তো আমাদের প্রতিবেশী, যে কিনা প্রধান চরিত্র হিসেবে বিশেষভাবে...

শিক্ষকই পারে সমাজকে উন্নতির শিখরে নিয়ে যেতে

সঞ্চিতা সিনহা, বাঁকুড়া(৫ জুলাই ২০): শিক্ষকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডকেও নিজের জীবনের ব্রত করে নিয়েছেন মালদার আমির উদ্দিন।তাঁর মতো মানুষ বর্তমান সমাজ-রাজনীতিতেও খুবই...