11, Jul-2020 || 12:14 pm
Home জেলা নদী পেরিয়ে কাজে যাওয়ার পথে হড়কা বানের তোড়ে ভেসে গিয়ে জলে ডুবে...

নদী পেরিয়ে কাজে যাওয়ার পথে হড়কা বানের তোড়ে ভেসে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো দুই বৃদ্ধার

মলয় সিংহ,বাঁকুড়াঃ নদী পেরিয়ে কাজে যাওয়ার পথে হড়কা বানের তোড়ে ভেসে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো দুই বৃদ্ধার। মৃতারা হলেন লারি বাউরী (৭০) ও কাঞ্চনা বাউরী (৬০)। বাঁকুড়ার হীড়বাঁধ থানা এলাকার বহড়ামুড়ি গ্রাম পঞ্চায়েতের বেঞ্চাবনী গ্রামের ঘটনা।

স্থানীয় সূত্রের খবর, অন্যান্য দিনের মতো সোমবার সকালেও লারি বাউরী ও কাঞ্চনা বাউরী শিলাবতী নদী পেরিয়ে ইন্দপুর থানা এলাকার রঘুনাথপুর-কয়াবাইদ গ্রামে কাজে যাচ্ছিলেন। সেই সময় হড়পা বানে দু’জনই ভেসে যান। বিষয়টি স্থানীয় এক জনের নজরে আসায় গ্রামবাসীরা নদীতে তল্লাশি চালিয়ে দুই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরে হীড়বাঁধ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে।

গ্রামবাসী রাখহরি বাউরী ও মৃতার এক ছেলে রঞ্জিত বাউরী ঘটনার বিবরণ দিয়ে বলেন, নদী পেরিয়েই রঘুনাথপুর-কয়াবাইদ গ্রামে আমাদের এখানকার সবাই অন্যের চাষের জমিতে কাজে যায়। এদিনও ঐ দু’জন কাজে যাচ্ছিলেন। সম্ভবতঃ একজন হড়পা বানে ভেসে যাওয়ার পর অন্যজন তাকে বাঁচাতে গিয়েই এই দূর্ঘটনা ঘটেছে। এর আগেই ঐ নদী পেরোতে গিয়ে আরো জনা পাঁচেক গ্রামবাসীর জলে ডুবে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত ও মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাতভর তল্লাসি চালাল সিভিল ডিফেন্স টিম

মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া : বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীতে এক ব্যক্তি তলিয়ে গেছেন এই আশঙ্কায় রাতভর তল্লাসি চালাল সিভিল ডিফেন্স টিম। কিন্তু গভীর...

উদ্ধার হলো এক বিশালাকার গোসাপ

বাপ্পা রায়, পুরুলিয়া, ১০জুলাই:- শুক্রবার দুপুরে পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের বাগমুন্ডির বেনে পাড়া থেকে উদ্ধার হলো এক বিশালাকার গোসাপ। স্থানীয় বাসিন্দারা গোসাপ...

জীবন যেখানে শুকায়ে যায় প্রতিরোধ সেখানে জন্ম নেয়

নিজস্ব প্রতিনিধি,নদীয়া : আজ নদীয়ার ধুবুলিয়ায় নেতাজী পার্কে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে নদীয়ার ধুবুলিয়ার গৃহশিক্ষক কল্যাণ সমিতির অন্যতম নেতা সুবীর পালের...

বিজেপির ঘরে ভাঙ্গন অব্যাহত

মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া:- বিজেপিছেড়েপুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান।ভাঙ্গনের রেশ কাটতে না কাটতেই ফের ভাঙ্গল বিজেপির ঘরে আজ বাঁকুড়া ব্লক ২ এর,তন্ময় পাত্ত (বিজেপি...