27 C
Kolkata
Friday, September 22, 2023
বিশ্ব বাংলা নিউজজেলাশিশু মৃত্যু নিয়ে উত্তাল কোতুলপুর গ্রামীণ হাসপাতাল

শিশু মৃত্যু নিয়ে উত্তাল কোতুলপুর গ্রামীণ হাসপাতাল

মোহাম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- শিশু মৃত্যু নিয়ে উত্তাল হল কোতুলপুর গ্রামীন হাসপাতাল ।গত বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে এক মা গোগরা গ্রামীণ হাসপাতালে ভর্তি হন কিন্তু যথাযথ চিকিৎসা করা হয়নি বলেই পরিবারের লোকজনের দাবি করেন। প্রসব যত্ননা নিয়ে কাতরাতে থাকলেও বারবার ডাক্তার এবং নার্সদের ডাকাডাকি করলেও তারা ফোন নিয়েই ব্যস্ত থাকেন সে কথাই কর্ণপাত করেননি। ডাক্তার এবং নার্সদের গাফিলতিতে ই সদ্যোজাতের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের লোকজনের। এর আগেও শিশু মৃত্যুর অভিযোগ উঠেছিল এই হাসপাতালে রোগীর পরিবারের লোকজনের দাবি করেন নার্সদের কুরুচিকর কথাবার্তা। রোগী পরিষেবা না দিয়ে ডিউটি করার সময় কি করে সব সময় ফোন নিয়ে ব্যস্ত থাকেন সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। রোগীদের সাথে ভদ্র আচরণ করেন না ডাক্তার এবং নার্সরা এমননি অভিযোগ রোগী এবং রোগী র আত্মীয়দের। আরও অভিযোগ করেছেন হসপিটালে কোন রোগী এলে তাদেরকে স্থানান্তরিত করতে না পারলে তারা স্বস্তি পান না হাসপাতালের প্রতিনিধিরা। ফোন তো দূরস্ত বারে বারে গিয়েও দেখা পাওয়া যায়নি বি এম ও এইচ এর । এসব কারণেই রুগীর পরিজনেরা কোতুলপুর গ্রামীণ হাসপাতালে এসে এর জবাব চাই তে থাকেন।

সম্প্রতি রাজ্য সরকার গোগরা গ্রামীর হাসপাতালের উন্নতিকরণ এবং অতিরিক্ত কুড়ি শয্যার বেডের ব্যবস্থা করেন কিন্তু রোগী যদি পরিষেবায় না পায় তাহলে হাসপাতাল উন্নতিকরণ এবং বেড সংখ্যা বাড়িয়েই কি লাভ এই নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,867FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles