27 C
Kolkata
Friday, March 29, 2024
বিশ্ব বাংলা নিউজজেলাবিজেপির বুথ সভাপতিকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

বিজেপির বুথ সভাপতিকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

প্রদীপ মজুমদার, নদীয়াঃ বিজেপির বুথ সভাপতিকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ।আমবাগান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক বিজেপি বুথ সভাপতির দেহ। শাসকদলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুললেন মৃতের পরিবার। মৃত ব্যক্তির নাম নকুল হালদার (৫৫)। অভিযোগ,নদিয়ার হাঁসখালি থানার পেপুলবেড়ীয়ার ফতেপুর এলাকার বাসিন্দা নকুল হালদার মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর এই দিন সন্ধ্যায় পার্শ্ববর্তী কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় একটি আম বাগানে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা ।নকুল হালদারের পরিবারকে খবর দেয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি খবর যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশের কাছে।খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নকুল বাবুর ঝুলন্ত দেহ নামিয়ে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত নকুল হালদার এলাকায় বিজেপির একনিষ্ঠ কর্মীও বুথ সভাপতি হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে হাঁসখালি ব্লকের গাজনা গ্রাম পঞ্চায়েতের ২২৮ বুথের-সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন। এলাকায় একনিষ্ঠ বিজেপি কর্মী হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ মৃতের পরিবারের। এছাড়াও নকুল হালদারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। এই খবর পেয়ে বিজেপির বিধায়ক মুকুটমনি অধিকারী কৃষ্ণগঞ্জ থানায় যান । তিনি মৃতদেহটি দেখে আমাদের ক্যামেরার সামনে দাবি করেন পঞ্চায়েত ভোটের আগে এলাকায় ভয় প্রদর্শন করাবার জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে নকুল বাবুকে । তিনি জোরের সঙ্গে বলেন ঝুলন্ত ব্যক্তির পা কিভাবে ভাঙলো । সেই ঘটনায় আরো সন্দেহ দানা বেঁধেছে ।এই বিষয়ে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয় নকুল হালদারের পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি বলেন মৃত্যুর আসল কারন জানতে ঘটনাটির তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি তিনি বলেন ময়না তদন্তে রিপোর্ট আসলেই বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে নকুল বাবুর ।যদিও তৃণমূলের ওপরে ওঠা মৃত নকুল হালদারের পরিবারের দাবিকে নস্যাৎ করে বেতনা গোবিন্দপুর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জয়ন্ত বিশ্বাস বলেন, যে কোন মৃত্যু ই বেদনাদায়ক কিন্তু এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয় পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকা গরম করতে শাসক দলের বিরুদ্ধে এই ধরনের দাবি তোলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। তবে ঘটনাটার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,600SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles